Sunday, March 22, 2015

Independent day poem অতঃপর স্বাধীনতা by Dilip samaddar



অতঃপর স্বাধীনতা
\






গোত্রের দোহাই দিয়ে যখন স্বাধীন হল পাক ভারত,
স্বাধীনতা ভুলে তারা খুলে দিল জুলুমের অরত।
পূর্ব বাংলা যেন চাকর ওদের তরে,
পশ্চিমে যাবে সব বিমান জাহাজ ভরে।
বাংলার মানুষ তো মানুষইঈ নয়,
খানেরা মালিক যেন নিজেরাই কয়।
শোষণ পীড়ণ সইয়ে সইয়ে মন হল কালা-
পশ্চিমা শোষক গোষ্ঠী দেয় মনে জ্বালা।




মনের পিঞ্জরে তখন ধরেছে ক্ষয়,
এমন নিপীরণ বল কে বা সয়?

সইতে না পেরে গোত্রের পীড়ণ--
বাঙ্গালিরা খুঁজে ফিরে স্বপ্নের তোরণ।

সবে মিলে দলে দলে,
মুক্তির পতাকা তলে।
নয় মাস বিরামহীন যুদ্ধ শেষে,
স্বাধীনতা পেলাম অবশেষে।
ত্রিশ লক্ষ শহীদের রক্ত তাজা,
মা-বোনদের সম্ভ্রম লোনা জলে ভেজা।
গৃহহীন, বসনহীন রক্তগঙ্গা বহমান,
নেতা মোদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আজ আমরা পর শত্রু মুক্ত, স্বাধীন,
সঠিক স্বাধীন হব, ঘরের শত্রুরা পরাজিত হবে যেদিন।


                                                                                                                                 দিলিপ সমদ্দার




Wednesday, March 18, 2015

কবিতা- দিলিপ সমদ্দার






ছন্দ আর অন্ত মিলের কথা মালা,
হাসি, আনন্দ, বিস্ময় বা বিরহ জ্বালা
নিমন্ত্রণ, আমন্ত্রণ উদয়-অস্ত,
জীবন-মৃত্যু, আশা-হতাশা, ছোট কি মস্ত।

হৃদয়ের গহীন, হাস্যচ্ছলে নিছক তামাশা
ধূসর অন্ধকারে রৌদ্রজ্জ্বল দিনের ভরসা
অশ্রুঝরা নয়নে প্রবহমান জলরাশি-
অট্টহাসি, মুচকি হাসির মুক্তা রাশিরাশি


মান-অভিমান, সম্মান- অপমান বহমান,
জীবনের গদ্য সকল ছন্দাকারে বেগমান।
কণা-কণা, বিন্দু-বিন্দু, হৃদয়ের কথার জাল,
সাগর পাহাড় ঝর্ণা, নদী-নালা খাল
কথাচিত্রে সাজাই বারংবার,
বন্ধু, শত্রু, সকলেই ছন্দের ভিতর




খাতার পাতায় আঁকা ছন্দের গীতা,
সেই হল কবিতা।