Wednesday, March 18, 2015

কবিতা- দিলিপ সমদ্দার






ছন্দ আর অন্ত মিলের কথা মালা,
হাসি, আনন্দ, বিস্ময় বা বিরহ জ্বালা
নিমন্ত্রণ, আমন্ত্রণ উদয়-অস্ত,
জীবন-মৃত্যু, আশা-হতাশা, ছোট কি মস্ত।

হৃদয়ের গহীন, হাস্যচ্ছলে নিছক তামাশা
ধূসর অন্ধকারে রৌদ্রজ্জ্বল দিনের ভরসা
অশ্রুঝরা নয়নে প্রবহমান জলরাশি-
অট্টহাসি, মুচকি হাসির মুক্তা রাশিরাশি


মান-অভিমান, সম্মান- অপমান বহমান,
জীবনের গদ্য সকল ছন্দাকারে বেগমান।
কণা-কণা, বিন্দু-বিন্দু, হৃদয়ের কথার জাল,
সাগর পাহাড় ঝর্ণা, নদী-নালা খাল
কথাচিত্রে সাজাই বারংবার,
বন্ধু, শত্রু, সকলেই ছন্দের ভিতর




খাতার পাতায় আঁকা ছন্দের গীতা,
সেই হল কবিতা।

No comments:

Post a Comment